একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন 2016 [WBCHSE CLASS 11 QUESTION PAPER]
Class XI Annual Examination 2016 Political Science Question Answer
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন 2016
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24
[i] নেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ..... থেকে।
(a) Natio
(b) Nato
(c) Nat
(d) National উত্তর- (a) Natio
[ii] 'একজাতি; একরাষ্ট্র' - এই স্লোগানই হলো
(a) রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক নীতি
(b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি
(c) জাতীয় জনসমাজ গঠনের মৌলিক নীতি
(d) জাতি গঠনের মৌলিক নীতি।
উত্তর- (b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি।
[iii] 'জাতীয়তাবাদের রাজপথ ধরেই আন্তর্জাতিকতায় পৌঁছানো যায়'- একথা বলেছেন
(a) জিমার্ন
(b) রাসেল
(c) উইলসন
(d) লেনিন। উঃ- (a) জিমার্ন।
[iv] রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন
(a) উগ্র জাতীয়তাবাদকে
(b) ফ্যাসিবাদকে
(c) নাৎসিবাদকে
(d) আন্তর্জাতিকতাবাদকে।
উত্তর- (d) আন্তর্জাতিকতাবাদকে।
[v] আইনের অনুশাসনকে স্বাধীনতার অন্যতম প্রধান রক্ষাকবচ বলে বর্ণনা করেছেন
(a) ডাইসি
(b) স্যাবাইন
(c) মন্তেস্কু
(d) গিলক্রিস্ট। উঃ- (a) ডাইসি।
[vi] সিসেরো যে ধরণের সাম্যের প্রবক্তা ছিলেন তা হল-
(a) স্বাভাবিক সাম্য
(b) সামাজিক সাম্য
(c) আইনগত সাম্য
(d) আন্তর্জাতিক সাম্য। উঃ- (a) স্বাভাবিক সাম্য।
[vii] বর্তমানে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান
(a) ভারতে
(b) ব্রিটেনে
(c) ফ্রান্সে
(d) সুইজারল্যান্ডে। উঃ- (d) সুইজারল্যান্ডে।
[viii] একনায়কতন্ত্রের ধারণার ভিত্তি রচনা করেন-
(a) হেগেল
(b) গ্রিন
(c) রুশো
(d) মিল। উঃ- (a) হেগেল।
[ix] বিদেশীরা ... অধিকারটি উপভোগ করে না।
(a) সামাজিক
(b) পৌর
(c) রাজনৈতিক
(d) অর্থনৈতিক। উঃ- (c) রাজনৈতিক।
[x] অনুমোদনসিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
(a) হতে পারে
(b) হতে পারে না। উঃ- (b) হতে পারে না।
[xi] আইন ও শাসনবিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় যে ব্যবস্থায়
(a) যুক্তরাষ্ট্রীয়
(b) এককেন্দ্রিক
(c) রাষ্ট্রপতি শাসিত
(d) সংসদ শাসিত। উঃ- (d) সংসদ শাসিত।
[xii] ভারতে ..... অঙ্গরাজ্যের পৃথক সংবিধান আছে।
(a) হিমাচল প্রদেশ
(b) কেরল
(c) পশ্চিমবঙ্গ
(d) জম্মু-কাশ্মীর
উত্তর- (d) জম্মু-কাশ্মীর [মনে রাখতে হবে, বর্তমানে কোনো অঙ্গরাজ্যের নিজস্ব সংবিধান নেই।]
[xiii] ভারতের সংবিধানের যে অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হল
(a) তৃতীয়
(b) চতুর্থ
(c) পঞ্চম
(d) ষষ্ঠ। উঃ- (a) তৃতীয়।
[xiv] ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ গৃহীত হয়েছে ..... সংবিধানকে অনুসরণ করে।
(a) কানাডা
(b) ব্রিটেন
(c) মার্কিন যুক্তরাষ্ট্র
(d) আয়ারল্যান্ড। উঃ- (d) আয়ারল্যান্ড।
[xv] ভারতের রাজনৈতিক দলগুলির শ্রেণী বিভাজনের মাপকাঠি নির্ধারণ করে দেয়
(a) নির্বাচন কমিশন
(b) পার্লামেন্ট
(c) প্রধানমন্ত্রী
(d) সুপ্রিম কোর্ট। উঃ- (a) নির্বাচন কমিশন।
[xvi] একটি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হল
(a) বহুজন সমাজবাদী পার্টি
(b) ভারতের কমিউনিস্ট পার্টি
(c) ভারতীয় জনতা পার্টি
(d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস
উত্তর- (d) ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস।
[xvii] ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয় খ্রিস্টাব্দে
(a) ১৯৮৫
(b) ১৯৯০
(c) ১৯৯৫
(d) ২০০০ সালে। উঃ- (a) ১৯৮৫ সালে।
[xviii] ভারতে আছে ..... ব্যবস্থা।
(a) একদলীয়
(b) দ্বিদলীয়
(c) ত্রিদলীয়
(d) বহুদলীয়। উঃ- (d) বহুদলীয়।
[xix] ভারতে আঞ্চলিক দল প্রথম সরকার গঠন করে
(a) মহারাষ্ট্রে
(b) কেরলে
(c) তামিলনাডুতে
(d) পাঞ্জাবে। উঃ- (b) কেরলে।
[xx] সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায়ন পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন
(a) গিলক্রিস্ট
(b) গেটেল
(c) বার্কার
(d) নিউম্যান। উঃ- (d) নিউম্যান।
[xxi] ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা ও রাজ্যসভার নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে?
(a) ২২৬
(b) ৩২৬
(c) ৩২৮
(d) ৩৩২ উঃ- (b) ৩২৬ নং ধারা।
[xxii] ভারতে নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে
(a) আইনসভা
(b) নির্বাচন কমিশন
(c) বিচারবিভাগ
(d) প্রধানমন্ত্রীর সচিবালয়। উঃ- (c) বিচারবিভাগ।
[xxiii] মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারের কার্যকালের মেয়াদ হল
(a) ৪ বছর
(b) ৫ বছর
(c) ১০ বছর
(d) ৬ বছর। উত্তর- (d) ৬ বছর।
[xxiv] "ভারতীয় গণতন্ত্রের চারটি প্রধান স্তম্ভের মধ্যে দুর্বলতম স্তম্ভটি হলো নির্বাচন কমিশন"- এই মন্তব্যটি করেছেন
(a) কে ভি রাও
(b) এস আর মাহেশ্বরী
(c) দুর্গদাস বসু
(d) ডি এন ব্যানার্জি। উত্তর- (b) এস আর মাহেশ্বরী।
বিভাগ-খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও [বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়] 1×16 = 16
[i] রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর- ইতালির দার্শনিক ম্যাকিয়াভেলি।
[ii] সিভিটাস কী?
উত্তর- রোমানরা রাষ্ট্রকে সিভিটাস বলতেন।
অথবা, "সোশ্যাল কন্ট্রাক্ট" গ্রন্থটি কার লেখা?
উত্তর- ফরাসি দার্শনিক রুশোর লেখা।
[iii] জনসমাজ বলতে কী বোঝো?
উত্তর- একটি নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী একইরকম জীবনযাত্রায় অভ্যস্ত জনগোষ্ঠীকে জনসমাজ বলা হয়।
অথবা, জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর- জাতীয় জনসমাজ হল রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ। অপরদিকে, জাতি হল রাজনৈতিকভাবে সংগঠিত এবং বহিঃশাসন থেকে পুরোপুরি মুক্ত অথবা মুক্তিকামী একটি জনসমাজ।
[iv] "এক জাতি; এক রাষ্ট্র"- তত্ত্বটির একটি গুণ উল্লেখ করো।
উত্তর- এই তত্ত্ব আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
[v] কার মতানুসারে 'বংশগত কিংবা ভাষাগত ঐক্য নয়; বরং ভাবগত ঐক্যই জাতি সৃষ্টি করে'?
উত্তর- ফরাসি অধ্যাপক রেনাঁর মতে।
অথবা, রবীন্দ্রনাথ ঠাকুর 'বৈশ্যরাজকতন্ত্র' বলতে কী বুঝিয়েছেন?
উত্তর- সাম্রাজ্যবাদী ধনতান্ত্রিক সভ্যতাকে।
[vi] আন্তর্জাতিকতাবাদ বলতে কী বোঝো?
উত্তর- আন্তর্জাতিকতাবাদ হল সেই তত্ত্ব যা উগ্র জাতীয়তাবাদের বিপরীতে প্রতিটি ব্যক্তিকে 'বিশ্ব নাগরিক' হিসেবে ভাবতে শেখায়।
[vii] আইনের প্রাচীনতম উৎস কী?
উত্তর- আইনের প্রাচীনতম উৎস হল বিভিন্ন প্রথা, রীতিনীতি ইত্যাদি।
অথবা, আইনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর- আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে।
[viii] স্বাধীনতার একটি রক্ষাকবচ উল্লেখ করো।
উত্তর- স্বাধীনতার একটি অন্যতম রক্ষাকবচ হল আইনের অনুশাসন।
অথবা, ন্যায়কে 'সমন্বয়কারী ধারণা' বলে কে অভিহিত করেছেন?
উত্তর- রাষ্ট্রবিজ্ঞানী বার্কার।
[ix] পরোক্ষ গণতন্ত্র বলতে কী বোঝো?
উত্তর- যে শাসনব্যবস্থায় জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসনক্ষমতা প্রয়োগ করে থাকে, তাকে পরোক্ষ গণতন্ত্র বলা হয়।
[x] দলগত একনায়কতন্ত্রের অর্থ কী?
উত্তর- যে শাসনব্যবস্থায় রাষ্ট্রক্ষমতা একটিমাত্র দলের হাতে কেন্দ্রীভূত থাকে, তাকে দলগত একনায়কতন্ত্র বলা হয়।
[xi] ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে?
উত্তর- ভারতের সংবিধানের ৫ থেকে ১১ নাম্বার ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
অথবা, নাগরিক বলতে কী বোঝো?
উত্তর- কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং সেই রাষ্ট্রের প্রতি অনুগত ব্যক্তিকেই বলা হয় নাগরিক (Citizen)।
[xii] দ্বৈতনাগরিকতার সমস্যা সমাধানের যে কোনো একটি উপায় লেখো।
উত্তর- উক্ত ব্যক্তি যে দুটি রাষ্ট্রের নাগরিক সেই দুই রাষ্ট্রের মধ্যে যে কোনো একটিকে বেছে নিলে দ্বৈত নাগরিকতার অবসান ঘটবে।
[xiii] রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর- রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক উপায়ে এবং বিধিসম্মতভাবে রাজনৈতিক ক্ষমতা অধিকারের চেষ্টা করে।
[xiv] রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে একটি পার্থক্য লেখো।
উত্তর- রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীগুলি নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে না।
[xv] সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো?
উত্তর- দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিক যদি ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার অধিকার পায় তবে তাকে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলে।
[xvi] নির্বাচন কমিশনের একটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
উত্তর- নির্বাচন কমিশনের একটি অন্যতম সীমাবদ্ধতা হল এই যে, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের সুপারিশ মানতে বাধ্য নয়।
অথবা, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের কমিশনারের সংখ্যা কত?
উত্তর- বর্তমানে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং দুজন অন্যান্য কমিশনার নিয়ে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছে।