একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন 2019 [WBCHSE CLASS 11 QUESTION PAPER]
Class XI Annual Examination 2019 Political Science Question Answer
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন 2019
বিভাগ- ক
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। 1×24 = 24
[শর্ট এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে।]
i) রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন
a) অ্যারিস্টটল
b) গার্নার
c) গ্রিন
d) এঙ্গেলস। উঃ a) অ্যারিস্টটল।
ii) “রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে" বলেছেন
a) গেটেল
b) গানার
c) সিলি
d) ব্রাইস। উঃ a) গেটেল।
iii) “এ গ্রামার অফ পলিটিক্স' গ্রন্থটির লেখক
a) বার্কার
b) ল্যাস্কি
c) হবহাউজ
d) গ্রিন। উঃ b) ল্যাস্কি।
iv) রাষ্ট্রবিজ্ঞান ..... বিজ্ঞানের শাখা।
a) প্রাকৃতিক
b) নৈতিক
c) জীব
d) সামাজিক। উঃ d) সামাজিক।
v) রবীন্দ্রনাথ ঠাকুর সমর্থন করেছিলেন
a) উগ্র জাতীয়তাবাদকে
b) ফ্যাসীবাদকে
e) নাৎসীবাদকে
d) আন্তর্জাতিকতাবাদকে।
উঃ d) আন্তর্জাতিকতাবাদকে।
vi) "এক জাতি; এক রাষ্ট্র'-এর স্নােগানই হল
a) রাষ্ট্র প্রতিষ্ঠার মৌলিক নীতি
b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি
c) জাতীয় জনসমাজ গঠনের মৌলিক নীতি
d) জাতি গঠনের মৌলিক নীতি।
উঃ b) আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি।
vii) "নেশন' শব্দটি এসেছে ল্যাটিন শব্দ .... থেকে।
a) Natio
b) Nato
c) Nat
d) National উঃ a) Natio শব্দ থেকে।
viii) প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
a) 1945
b) 1948
c) 1950
d) 1961 উঃ b) 1948 সালে।
ix) একটি রাষ্ট্রের স্বায়ী বাসিন্দা হল
a) প্রজা
b) নাগরিক
c) বন্ধুভাবাপন্ন বিদেশী
d) শত্রুভাবাপন্ন বিদেশী। উঃ b) নাগরিক।
x) ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন
a) নাগরিক
b) বিদেশী
c) জাতীয়
d) রাষ্ট্রহীন। উঃ b) বিদেশী।
xi) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় 'ধর্মনিরপেক্ষ' শব্দটি যুক্ত হয়েছিল
A) 38 তম সংশােধনে
b) 40 তম সংশােধনে।
c) 42 তম সংশােধনে
d) 54 তম সংশােধনে। উঃ c) 42 তম সংশােধনে।
xii) ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলােচনা করা হয়েছে?
a) তৃতীয়
b) চতুর্থ
c) পঞ্চম
d) ষষ্ঠ। উঃ a) তৃতীয়।
xiii) সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভা দায়িত্বশীল থাকে
a) রাষ্ট্রপতির কাছে
b) প্রধানমন্ত্রীর কাছে
c) আইনসভার কাছে
d) সুপ্রিম কোর্টের কাছে। উঃ c) আইনসভার কাছে।
xiv) এককেন্দ্রিক সরকার আছে
a) যুক্তরাজ্যে
b) ভারতে
c) আমেরিকায়
d) এদের কোনােটিই নয়। উঃ a) যুক্তরাজ্যে।
xv) প্রতিটি চাপসৃষ্টিকারী গােষ্ঠীর মূল লক্ষ্য
a) দানের উদ্দেশ্য অর্থ সংগ্রহ করা
b) শাসকদের কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা
c) সরকার গঠন করা
d) কার্যকরী বিরােধিতা করা।
উঃ b) শাসকদের কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রভাবিত করা।
xvi) দল ব্যবস্থা অপরিহার্য
a) গণতন্ত্রে
b) একনায়কতন্ত্রে
c) রাজতন্ত্রে
d) অভিজাততন্ত্রে। উঃ a) গণতন্ত্রে।
xvii) রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয়
a) রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) নির্বাচন কমিশন
d) লােকসভার স্পীকার। উঃ c) নির্বাচন কমিশন।
xviii) সর্বপ্রথম দল বাবস্থার উদ্ভব ঘটে
a) ভারতে
b) আমেরিকায়
c) ইংল্যান্ডে
d) ফ্রান্সে। উঃ c) ইংল্যান্ডে।
xix) একটি আঞ্চলিক দল হল
a) বি. জে. পি.
b) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
c) সি. পি. আই (এম)
d) আম আদমি পার্টি। উঃ d) আম আদমি পার্টি।
xx) ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে
a) 1985 সালে
b) 1990 সালে
c) 1995 সালে
d) 1995 সালে। উঃ a) 1985 সালে।
xxi) মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের ভােটদানের বয়স ছিল
a) 18 বছর b) 20 বছর c) 21 বছর d) 25 বছর।
উত্তর- c) 21 বছর।
xxii) ভারতে নারীর ভােটাধিকার স্বীকৃত হয়
a) 1947 খ্রি:
b) 1952 খ্রি:
c) 1955 খ্রি:
d) 1975 খ্রি:। উঃ b) 1952 খ্রি:।
xxiii) মূখ্য নির্বাচন কমিশনারকে তার কর্ম থেকে অপসারিত করতে পারেন
a) রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) আইনসভার সদস্য ও রাষ্ট্রপতি
d) এদের কেউ নয়।
উঃ a) রাষ্ট্রপতি। (আসলে আইনসভার সদস্যদের সুপারিশের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে পারেন।)
xxiv) বিধানসভা ও লােকসভায় নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে কত বছর হওয়া উচিত?
a) 25 বছর b) 26 বছর c) 27 বছর d) 28 বছর।
উত্তর- a) 25 বছর।
বিভাগ- খ
2. নিম্নলিখিত প্রশ্নগুলির অতিসংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 x 16 = 16
i) রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদদের নাম লেখাে।
উত্তর- গার্নার এবং গেটেল।
i) কার মতানুসারে রাজনীতি হল প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলােচনা ?
উত্তর- রাষ্ট্রবিজ্ঞানী ল্যাসওয়েল।
অথবা, রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরােধী দৃষ্টিভঙ্গীর নাম লেখাে।
উত্তর- সাবেকি দৃষ্টিভঙ্গি এবং আধুনিক দৃষ্টিভঙ্গি।
ii) 'পলিটিকস' গ্রন্থের রচয়িতার নাম লেখাে।
উত্তর- গ্রিক দার্শনিক এরিস্টটল।
iv) রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরােধী দুজন প্রবক্তার নাম লেখাে।
উত্তর- মেটল্যান্ড, বাকল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরােধী।
v) রাষ্ট্র' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর- ইতালীয় রাষ্ট্র চিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি প্রথম 'রাষ্ট্র' শব্দটি ব্যবহার করেছিলেন।
অথবা, 'রিপাবলিক' গন্থের রচয়িতার নাম লেখাে।
উত্তর- গ্রিক দার্শনিক প্লেটোর লেখা।
vi) 'দি প্রিন্স' গ্রন্থটির লেখক কে?
উত্তর- 'দি প্রিন্স' গ্রন্থটির লেখক মেকিয়াভেলি।
vii) জাতীয়তাবাদের একটি গুণ উল্লেখ করে ।
উত্তর- জাতীয়তাবাদ মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।
অথবা, জাতীয়তাবাদের একটি ত্রুটি উল্লেখ কর।
উত্তর- জাতীয়তাবাদ অনেক সময়ই জাতিবিদ্বেষ প্রচার করে।
viii) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে একটি যুক্তি দাও।
উত্তর- জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতির সামগ্রিক বিকাশের পক্ষে সহায়ক।
অথবা, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের বিপক্ষে একটি যুক্তি দাও।
উত্তর- জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার অনিয়ন্ত্রিত হলে তা সাম্রাজ্যবাদের পথকে প্রসারিত করে।
ix) 'ন্যাশনালিজম' গ্রন্ধের লেখকের নাম লেখাে।
উত্তর- 'ন্যাশনালিজম' গ্রন্ধের লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর।
x) বিভিন্ন প্রকার জাতীয়তাবাদের নাম লেখাে।
উত্তর- জাতীয়তাবাদের কয়েকটি প্রকারভেদ হল- উদারনৈতিক (Liberal) জাতীয়তাবাদ, জাতিগত (Racial) জাতীয়তাবাদ, স্থানীয় (Native) জাতীয়তাবাদ ইত্যাদি।
xi) ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলােচনা করা হয়েছে।
উঃ ভারতীয় সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারায় নাগরিকতা সম্পর্কে আলােচনা করা হয়েছে।
অথবা, নাগরিক বলতে কী বােঝ?
উত্তর- কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং সেই রাষ্ট্রের প্রতি অনুগত ব্যক্তিকেই বলা হয় নাগরিক (Citizen)।
xii) দ্বৈত নাগরিকতার সমস্যা সমাধানের যে কোন একটি উপায় লেখাে।
উত্তর- দ্বৈত নাগরিকতা আছে এমন শিশু প্রাপ্তবয়স্ক হবার পর স্বেচ্ছায় একটি রাষ্ট্রের নাগরিকতা বেছে নিলে অপর রাষ্ট্রের নাগরিকতা লোপ পেয়ে যায়।
xii) পশ্চিমবঙ্গের দুটি রাজনৈতিক দলের নাম লেখাে।
উত্তর- 1) তৃণমূল কংগ্রেস, 2) ফরওয়ার্ড ব্লক।
অথবা, রাজনৈতিক দলের একটি কাজ উল্লেখ করাে।
উত্তর- রাজনৈতিক দলের একটি কাজ হল রাজনৈতিক ক্ষমতা অধিকারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করা।
xiv) ভারতের দুটি চাপ সৃষ্টিকারী গােষ্ঠীর নাম লেখো।
উত্তর- CITU এবং INTUC হল ভারতের দুটি চাপসৃষ্টিকারী গোষ্ঠী।
xv) ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের পক্ষে একটি যুক্তি দাও।
উত্তর- ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং গণতন্ত্রের সাফল্যের চাবিকাঠি হল সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার।
অথবা, ভারতে সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ব্যর্থতার দুটি কারণ লেখাে।
উত্তর- 1) সার্বিক শিক্ষার অভাব, 2) গণতান্ত্রিক চেতনার অভাব।
xvi) ভারতের নির্বাচন কমিশনের একটি প্রধান কাজ উল্লেখ করাে।
উত্তর- ভারতের নির্বাচন কমিশনের একটি প্রধান কাজ হল ভোটার তালিকা প্রকাশ করা।
বিভাগ- গ
3. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। (বিকল্পগুলি লক্ষণীয়)। 8×5 = 40
1) রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করাে।
অথবা, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি আলােচনা করো।
ii) স্বাধীনতার সংজ্ঞার্থ নিরূপণ করাে এবং এর প্রকারভেদ আলোচনা করাে।
অথবা, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য আলােচনা করাে। 8
ii) ভারতীয় সংবিধান রচনার গণপরিষদের ভূমিকা বিশ্লেষণ করাে।
অথবা, দুষ্পরিবর্তনীয় ও সুপরিবর্তনীয় সংবিধানের পার্থক্য নির্দেশ করাে।
iv) তুমি কি মনে কর যে, ভারতের সংবিধান গঠনের দিক থেকে যুক্তরাষ্ট্রীয়, কিন্তু কার্যত এককেন্দ্রিক। তােমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
অথবা, রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করাে।
v) ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করে।
অথবা, ভারতের সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলােচনা করাে।